পাকিস্তানের আমন্ত্রণে ভারতের সরাসরি ‘না’

বর্তমানে দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কর বিষয়টি সবারই জানা। সম্প্রতি দুই দেশের মধ্যে যুদ্ধ প্রায় লেগেই গিয়েছিল। কিন্তু পাকিস্তান ভারতীয় পাইলটকে অভিনন্দন বর্তমানকে ফেরত দেওয়ায় পরিস্থিতি এখন আগের তুলনায় শান্ত।

এদিকে দুই দেশের সম্পর্কের ছেদ কমাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উদ্যোগ নিয়েছিল। প্রতিবেশী ভারত ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ হিসেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল দেখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের আমন্ত্রণ করে পিসিবি। কিন্তু পাকিস্তানের দেওয়া আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)৷

শুধু ভারতীয় বোর্ডই নয়, পিসিবির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর, যিনি নিজে একজন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি৷ তবে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের করাচিতে থাকার কথা রয়েছে।

এ ব্যাপারে পিসিবি প্রধান এহসান মানি বলেন, ‘খান্না ও মনোহর দুজনেই ব্যক্তিগত কারণে পাকিস্তানে এসে ফাইনাল দেখার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছেন।’

এদিকে করাচির ফাইনাল দেখতে সব দেশকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে মানি বলেন, ‘তাদের ডাকার কারণ হলো, এখানে এসে ফাইনালটা দেখলে তাদের পাকিস্তানের নিরাপত্তার ব্যাপারে ভুল ভাঙবে। পাকিস্তান যে এখন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য উপযোগী সেটা তারা বুঝতে পারবে।’