পাকিস্তান সীমান্তে আবারও ভারতীয় ‘মিগ-২১’ বিধ্বস্ত

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪৪ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। আর এর পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে। তবে পাকিস্তান বরাবরই তার দায় ভার নিতে নারাজ। এরপর ভারতের দুইটি জঙ্গি বিমান পাকিস্তানি বিমানবাহিনী ভূপাতিত করে। আর এই ঘটনার পরেই নিয়মিত মিশনে থাকা ব্যাঙ্গালুর অ্যারোস্পেস থেকে উড়ার পর এই ‘মিগ-২১’ বিমানটি বিধ্বস্ত হয়।

এদিকে, পাকিস্তান সীমান্তে আবারো বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমান। খবর এনডিটিভিভ

শুক্রবার (৮ মার্চ) রাজস্থান রাজ্যের মরুভূমিময় শহর বিকানের সোবাসার এলাকায় এই বিমানটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খরবে জানা যায়, ধারণা করা হচ্ছে পাখির আঘাতের কারণে প্রযুক্তিগত সমস্যায় পড়ে বিমানটি বিধ্বস্ত হয়।

খবরে বলা হয়েছে, উড়ার পরই এতে প্রযুক্তিগত সমস্যা শুরু হয়। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে, পাখির আঘাতে যান্ত্রিক ত্রুটি শুরু হয়। বিমানটির পাইলট অক্ষত আছেন বলে এনডিটিভি জানিয়েছে।