পাঞ্জাবের একজনের দিকেই তাকিয়ে মাইক হেসন

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ মাঠে নামবে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮:৩০ মিনিটে। এই ম্যাচ দিয়েই ফিরতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নিষিদ্ধ থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।

অন্যদিকে স্মিথদের বিপক্ষে লড়বেন গেইল-পুরানদের মতো তারকা ক্রিকেটাররা। ক্রিস গেইলকেই দলের ব্যাটিং শক্তি হিসেবে দেখছেন পাঞ্জাবের কোচ মাইক হেসন। গেইলকে মাঠে ও ড্রেসিংরুমে দলের বড় সম্পদ হিসেবে মানছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেষ সিরিজে ওর পারফরম্যান্স দেখুন। রীতিমতো ভাল ভাল বোলারের বিরুদ্ধেও দারুণ ব্যাট করেছে। স্পিনারদের শাসন করেছে অনায়াসে। এখনও ক্রিকেটে একটা বড় নাম গেল। মাঠে এবং ড্রেসিংরুমে ক্রিস সত্যিই দলের বড় সম্পদ। তা ছাড়া নতুনদেরও পরিণত হয়ে উঠতে সাহায্য করে।’