পুনঃনির্বাচনের দাবিতে ভিসির সিদ্ধান্ত

আজ ১৩ মার্চ বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, বহুল কাঙ্ক্ষিত এই ডাকসু নির্বাচন ঘিরে সকলের কর্ম প্রয়াস, আন্তরিকতা, তাদের সময়-শ্রম এবং এই অর্জন সেগুলোকে অসম্মান দেখানোর এখতিয়ার আমার নেই।

এ সময় ড. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের সহকর্মী, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকবৃন্দ, রিটার্নিং অফিসার, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ও জুনিয়র কর্মচারী জড়িত, এটি একটি সমন্বিত এবং একটি যৌথ প্রয়াসের বহুল কাঙ্ক্ষিত এই ডাকসু নির্বাচন।’

‘সুতরাং এত মানুষের আন্তরিকতা, তাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, তাদের সময়, শ্রম দিয়ে অর্জিত বড় আকারের কর্মযজ্ঞের যে ফল সেগুলো নস্যাৎ করা বা সেগুলোর প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করার ক্ষমতা উপাচার্যের থাকে না।’

এ সময় তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় অত্যন্ত একটি স্থিতিশীল, শৃঙ্খলাপূর্ণ, ভালো একটি সুষ্ঠু অ্যাকাডেমিক পরিবেশ বিরাজ করছে। এখানে কেউ কোনোভাবে বিশৃঙ্খলা, অশান্ত করার প্রয়োগ নিলে সেগুলো কোনোক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না। সকলকে সেই বিষয়ে যত্নশীল থাকার জন্য অনুরোধ করেছি এবং একই সঙ্গে আমরা বলেছি, অপরাধমূলক কোনো কাজ সংগঠিত হলে সেসবের বিরুদ্ধে আইনানুগ কঠিন ব্যবস্থা গৃহীত হবে।’

এ সময় পুনঃনির্বাচন নিয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘প্রায় সাড়ে ৪শ আমাদের সহকর্মী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, তাদের যৌথ আন্তরিকতা বহুল কাঙ্ক্ষিত এই ডাকসু নির্বাচন। তাদের সকলের যে কর্মপ্রয়াস, তাদের যে আন্তরিকতা, তাদের যে সময়, শ্রম এবং এই যে অর্জন সেগুলোকে অসম্মান দেখানোর যে এখতিয়ার সেটি আমার নেই।’

এদিকে নির্বাচিতদের শপথ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘এগুলো প্রত্যেকটি প্রক্রিয়াই, প্রত্যেকটি কার্যক্রমই যথাযথ রীতিনীতি অনুসরণ করে গৃহীত হবে।’