পুলিশকে মদ খাইয়ে পালাল আসামী

আদালতে যাবজ্জীবন সাজা হয়েছে এক আসামীর। তাকে নিয়েই আদালত থেকে ফেরার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে উধাও হয়ে গেছে সেই আসামী। পুলিশের চোখ ফাঁকি দেয়ার এমন কীর্তিকে শুরু হয়েছে বিতর্ক। পুলিশকে নিয়েও হচ্ছে ঠাট্টা।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মেরঠের এই ঘটনায় ৬ পুলিশসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার শুনানির জন্য ফতেহগড় কেন্দ্রীয় জেল থেকে গাজিয়াবাদের আদালতে নিয়ে যাওয়া হয়েছিল বদন সিংহ নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক অপরাধীকে।

আদালত থেকে ফেরার পথে ঐ আসামী বুদ্ধি করে পুলিশকে মদ খাওয়ার প্রস্তাব দিলে রাজি হয়ে যায় পুলিশও। তার সেখানেই পুলিশকে মদ খাওয়ানোর এক পর্যায়ে পালিয়ে যায় আসামী।

উত্তরপ্রদেশের অপরাধ জগতে বদন সিংয়ের বিরুদ্ধে খুন, চাদাবাজি, ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে। সে ১৯৯৬ সালে এক আইনজীবীকে খুনের দায়ে দোষী প্রমাণিত হয়ে গত বছর থেকে জেল খাটতে শুরু করে।