পুলিশ বাহিনী গণতন্ত্রের সহযাত্রী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ শুক্রবার (০১ মার্চ) মিরপুর পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশের জন্মলগ্ন থেকে স্বাধীনতার চেতনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে পুলিশ বাহিনী। যে বাহিনীর হৃদয়ে প্রোথিত দেশের উন্নয়ন, সে পুলিশ বাহিনী গণতন্ত্রের সহযাত্রী হবে, ভূমিকা রাখবে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে।’

এর আগে মিরপুর পুলিশ স্টাফ কলেজ চত্বরে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯’ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। তারা সেটা সঠিকভাবে পালন করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দায়িত্ব পালন কালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের রেশনসহ অন্যান্য সহযোগিতা বাড়ানো হবে। পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে।’

তিনি বলেন, ‘জনগণের জান-মালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্য-সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন। এর মধ্যেও পুলিশ সদস্যরা দায়িত্বপালন করে জনগণের নিরাপত্তায় কাজ করছে।’