প্রত্যাবর্তনে জয় নেই রোনালদোরও

বিশ্বকাপের পর জাতীয় দলে খেলেননি মেসি। সাময়ীক বিরতি নিয়েছিলেন জাতীয় দল থেকে। ২০১৮ সালের সেই বিশ্বকাপের ম্যাচে ফ্রান্সের কাছে হারের পর গতরাতে প্রথমবারের মত মাঠে নেমেছিলেন মেসি। তবে ভেনিজুয়েলার বিপক্ষে এই ম্যাচে তার প্রত্যাবর্তনটা হয়েছে জঘন্য। তার দল হেরেছে ৩-১ গোলে।

মেসির মত না হলেও ভালো কাটেনি রোনালদোর রাতটাও। তিনিও বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি। তবে ফিরেছেন ইউরো বাছাই পর্বের ম্যাচ দিয়ে যেখানে গতরাতে তাদের প্রতিপক্ষ ছিল ইউক্রেন। আর এই ম্যাচে জয়ের দেখা পায়নি রোনালদোর দল।

পর্তুগালের নিজেদের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচটি শেষ হয়েছে গোল শূন্য অবস্থাতেই। ম্যাচে অবশ্য ইউক্রেনের উপর আক্রমনের ঢেউ সাজিয়ে একটি গোলও আদায় করে নিয়েছিল পর্তুগাল। তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি। এছাড়াও ইউক্রেনের গোলকিপার অবিশ্বাস্য কিছু সেভ করলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় পর্তুগালকে।