প্রথমবারের মত ব্রাজিল দলে ভিনিসিয়াস জুনিয়র

চলতি মাসেই পানামা ও চেক রিপাবলিকের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২৩ মার্চ পোর্তোয় পানামার বিপক্ষে মাঠে নামবে তারা। এর তিনদিন পর প্রাগে চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে তারা। আর আসন্ন ম্যাচগুলোকে সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল।

দলে প্রথমবারের মত জায়গা পেলেন রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সি ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। এছাড়াও দলে ফিরেছেন দানি আলভেজ।

গত রাশিয়া বিশ্বকাপের আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন মার্সেলো, পাওলিনহো, উইলিয়ান, ডগলাস কস্তা। ইনজুরির কারণে দলে নেই নেইমার।

ব্রাজিল দল:

গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, ওভেরটন

ডিফেন্ডার: মিরান্ডা, থিয়াগো সিলভা, এডের মিলিতাও, মারকুইনহোস, দানি আলভেজ, দানিলো, ফিলিপে লুইস, অ্যালেক্স সান্দ্রো

মিডফিল্ডার: কাসেমিরো, আর্তুর, ফ্যাবিনহো, অ্যালান, ফিলিপে কুতিনহো, ফেলিপে অ্যান্ডারসন, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এভারটন, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র