প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে ইনিংস ও ৫২ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা।

তবে এই ম্যাচে টাইগারদের এই হারের জন্য সম্পূর্ন ভাবে দায়ী করা যায় প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতাকেই। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ২৩৪ রান করে অল আউট হয়েছিল।

এই ইনিংসে তামিম ইকবাল একাই করেছিল ১২৬ রান। বাকি ১০ তারকা মিলে করেছিল ১০৮ রান। সবাই ব্যর্থতায় নাম লিখিয়েছিল। যদি এই ইনিংসেও ৪০০/৫০০ রান বাংলাদেশ করতে পারত তাহলে অনায়াসেই এই ম্যাচে লড়াই করতে পারত বাংলাদেশ।

প্রথম ইনিংসে ব্যর্থতার কারণে দ্বিতীয় ইনিংসে ৪২৯ রান করেও ইনিংস পরাজয় এড়াতে পারেনি টাইগাররা। এই ইনিংসে তামিমের অর্ধশতকের সাথে সাথে সেঞ্চুরি করেছেন সৌম্য ও রিয়াদ। দুজনেই দেড়শ ছুই ছুই রান করলেও হার আর এড়ানো যায়নি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস তাই আফসোসই বাড়িয়েছে কেবল।