প্রথম টেস্টে মোস্তাফিজ না থাকার কারণ জানালেন রোডস

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশে নেই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। একাদশে মোস্তাফিজ না থাকায় বাংলাদেশ দলের হাল ভালোভাবেই বুঝা যাচ্ছে। কিউইদের মাত্র ৪ উইকেট শিকার করতে সক্ষম হয়েছে টাইগার পেসাররা।

এদিকে প্রথম টেস্টে মোস্তাফিজ না থাকার কারণ জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস। মূলত টানা ধকলের কারণেই মোস্তাফিজকে প্রথম টেস্টে নেওয়া হয়নি বলেই জানিয়েছেন রোডস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিজের ব্যাপারে সমস্যাটা হলো যে টানা তিন ম্যাচে তাকে খেলানোটা বেশ কঠিন একটি সিদ্ধান্ত। মানসিকভাবে এবং শারীরিকভাবেও তার সেরাটা পাওয়ার জন্যই মূলত বিশ্রাম দেয়া। তবে আপনারা ধরে নিতে পারেন যে পরের ম্যাচেই ফিজের ফেরার শতভাগ সম্ভাবনা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এছাড়া আরেকটি প্রধান কারণ হলো আমরা চেয়েছিল ফিজকে ওয়েলিংটনে খেলাতে। কারণে সেখানে প্রচুর বাতাস থাকবে যা কি-না ফিজের বোলিংয়ের সঙ্গে বেশ মানানসই। এ কারণে মূলত আমরা চেয়েছি যাতে ওয়েলিংটনের গুরুদায়িত্ব নেয়ার আগে তার ওপর ক্লান্তির কোনো ছাপ না পড়ে।’