প্রধানমন্ত্রী যা চাইবেন তাই হবে: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাকশাল গঠন করার পর ১৯৭৫ সালে শেখ মুজিব বিনাভোটে জেলা গভর্নর বানিয়েছিলেন। আর আজ তার যোগ্যকন্যা জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৩টি আগের রাতে সিল মেরে নির্ধারণ করেছেন। এবারে গভর্নরের মতো বিনাভোটে জেলা চেয়ারম্যান বানিয়েছেন। উপজেলা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে নৌকা প্রতীক লাগে, জনগণের ভোট লাগে না। অলিখিত বাকশাল তো এখনো চলছে। সেইসাথে আছে বাকশালের রক্ষী বাহিনীও। দেশে এখন শুধুমাত্র একদল নয়, এক ব্যক্তির বেপরোয়া শাসন চলছে। কেবল প্রধানমন্ত্রী যা চাইবেন তাই হবে। ’

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চাইবেন, কেবল তাই হবে। প্রধানমন্ত্রী এতদিন পর খোলস ছেড়ে আসল রূপে বেরিয়ে এসেছেন। গণতন্ত্র-গণতন্ত্র বলে কথার কুহেলিকা ভেদ করে প্রধানমন্ত্রীর গণবিরোধী নাৎসীবাদের মূল চেহারাটা জনগণের নিকট উন্মোচিত হলো। অনেকদিন পর প্রধানমন্ত্রীর আসল রাজনৈতিক বিশ্বাসটি প্রকাশিত হলো।’

রিজভী বলেন, ‘তিনি পরিত্যক্ত অন্ধকার স্যাঁতসেতে কারাগারে অসুস্থ খালেদা জিয়ার ছটফটানি দেখে আনন্দ উপভোগ করছেন। আজ দিবালোকের মতো পরিষ্কার যে, তিনি জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত দেখতে চান না। ’

গত সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এক আলোচনা সভায় বলেছেন প্রধানমন্ত্রী বলেন, ‘শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাকশাল কার্যকর থাকলে নির্বাচন নিয়ে কোনো বিতর্ক থাকতো না, প্রশ্ন উঠতো না। বাকশাল ছিল সর্বোত্তম পন্থা।’

প্রধানমন্ত্রীর এমন বক্তব্য উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আসলে শেখ হাসিনা পিতার প্রদর্শিত দর্শণে বিশ্বাসী বলেই একতরফা, মিডনাইট নির্বাচন এবং বিরোধী দল ও ভিন্নমতবিহীন গণতন্ত্রেরই পূজারী। জনগণের পক্ষ থেকে আমার প্রশ্ন, তাহলে কি তিনি তার পিতার মতো জাতীয় সংসদে দাঁড়িয়ে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সব দল, বাক স্বাধীনতা, সংবাদপত্র, ট্রেড ইউনিয়ন ও পেশাজীবী সংগঠন নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? তার কথায় প্রমাণ পাওয়া যাচ্ছে, একদলীয় স্বৈরতান্ত্রিক বাকশাল পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমানের মতো বিনা ভোটে বিনা প্রতিদ্বিন্দ্বতায় আজীবন ক্ষমতায় থাকার খোয়াব দেখছেন শেখ হাসিনা। ’