প্রাইম দোলেশ্বরকে হারিয়ে শিরোপা জিতলো সোহান-নাসিররা

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। মিরপুর-শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে শেখ জামাল।

দলের হয়ে ইমতিয়াজ হোসেন ৫৬, নুরুল হাসান সোহান ৩৩, তানভীর হায়দার ৩১, ফারদিন হাসান ১৮ রান করে। অন্যদিকে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ফরহাদ রেজা ৩টি, আরাফাত সানি, এনামুল হক জুনিয়র, মানিক খান ও সৈকত আলি ১টি করে উইকেট শিকার করেন।

১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে প্রাইম দোলেশ্বর। কিন্তু ব্যক্তিগত ৩৩ রানে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মোহাম্মদ আরাফাত। অন্যদিকে ২৬ রান করে সালাউদ্দিন সাকিলের বলে তার হাতে ধরা পড়ে ২৬ রান করে ফেরেন সাইফ হাসান।

৩ রান করে হাসানুজ্জামানের হাতে ধরা পড়ে শাহিদুলের বলে ফেরেন মার্শাল আইয়ুব। অন্যদিকে ৩ রান করে ইলিয়াস সানির বলে উইকেটকিপার সোহানের হাতে ধরা পড়ে ফেরেন মাহমুদুল হাসান। অন্যদিকে ৬ রান করে মিনহাজুল আবেদিন আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরেন ফরহাদ হোসেন।

এরপর সৈকত আলি সাকিলের বলে উইকেটকিপার সোহানের হাতে ধরা পড়ে ২ রান করে ফেরেন। অন্যদিকে ৩ রান শহিদুলের বল লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন আসলাম হোসেন। শেষ ওভারে জয়ের জন্য প্রাইম দোলেশ্বরের প্রয়োজন ছিল ২৮ রানের।

কিন্তু শেষ ওভারের প্রথম বলেই ফেরেন ফরহাদ রেজা। ২০ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৫ রান করে শহিদুলের বলে সোহানের দুর্দান্ত ক্যাচে সাঝঘরে ফেরেন। এরপর ৪ রান করে ফেরেন মানিক। তিনি শহিদুলের বলে ইলিয়াস সানির হাতে ধরা পড়েন।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করতে সক্ষম হয় প্রাইম দোলেশ্বর। যার ফলে ২৪ রানে জয় পেয়ে শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।