ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে সোহানের বার্তা

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আগামীকাল ৪ মার্চ ডিপিএল টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

গত ১ মার্চ প্রথম সেমিফাইনালে শাইনপুকুরকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ জামাল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে প্রাইম ব্যাংককে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে প্রাইম দোলেশ্বর।

আর ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে শেখ জামালেন অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন। টানা তিন ফাইনাল তিনি হারতে চান না। গত ডিপিএলে রানার্স আপ হওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ঢাকা ডায়নামাইটসের হয়ে রানার্স আপের স্বাদ পেয়েছেন সোহান।

এবার জয় চান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিপিএলেও ফাইনাল খেলেছি। কিন্তু সেখানে চ্যাম্পিয়ন হতে পারেনি। এটা অবশ্যই আক্ষেপের। অবশ্যই এখানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে।’

উল্লেখ্য, আগামীকাল ৪ মার্চ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। মিরপুর-শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন (গাজীটিভি)।