ফেব্রুয়ারী মাসে ভেঙেছে ক্রিকেট ইতিহাসের চারটি রেকর্ড

ফেব্রুয়ারী মাসে ক্রিকেট ইতিহাসে চারটি রেকর্ড ভাঙা হয়ে গেছে। এই রেকর্ড গুলো ভেঙেছেন বিভিন্ন খেলোয়াররা। চলুন দেখে আসি কি সেই চার রেকর্ড।

১. ৫০০ ছক্কা: ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল এই ফেব্রুয়ারী মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০টি ছক্কা মেরেছেন। আফ্রিদির সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙে রেকর্ড গড়েছেন তিনি।

২. ২৫০০ রান: ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি কোন একক মাঠে ২৫০০ রান করার রেকর্ড গড়েছেন। বেঙ্গালুরুর চিন্নাসামী স্টেডিয়ামে তিনি সব মিলিয়ে ২৫০০ রান করেছেন শুধু মাত্র টি-টুয়েন্টিতে যা রেকর্ড।

৩. ২৪ ছক্কা: ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ একদিনের ম্যাচে ২৪টি ছক্কা মেরেছেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা যা এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।

৪. ২৭৮ রান: আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের মধ্যকার টুয়েন্টি সিরিজের একটি ম্যাচে আফগাইস্তান ২৭৮ রান করেছিল যা টুয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড।