ফের জাতীয় দল থেকে ছিটকে গেলেন মেসি

দীর্ঘ বিরতি শেষে আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। তবে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি তার। ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। এই ম্যাচেই আবার ইনজুরিতে পড়েছেন মেসি এমনটাই জানানো হয়েছে দলের পক্ষ থেকে। যার কারণে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে খেলবেনা মেসি।

তবে এটা ইনজুরির কথা বলা হলেও জাতীয় দলে মেসির ফেরার আগেই জানা গিয়েছিল মেসি মরক্কোর বিপক্ষে ম্যাচে খেলবেনা। বিশেষ করে বার্সালোনা চায়না মেসি মরক্কোর বিপক্ষে ম্যাচ খেলুক। কেননা, তার চারদিন পরই বার্সার ম্যাচ রয়েছে এস্পানিওলের বিপক্ষে। আর সেই ম্যাচের আগে মেসিকে কোন ঝুঁকি নিতে রাজি নয় বার্সা। তবে এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন আরেক আর্জেন্টিনার তারকা গনজালো মার্তিনেজ। তিনি মরক্কোর বিপক্ষে ম্যাচটি মিস করতে পারেন।

বিষয়টি নিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, পুনরায় মাঠের বাইরে ছিটকে গেছেন মেসি। কুচকির ইনজুরিতে পড়েছেন দলের অধিনায়ক। ফলে মরক্কোর বিপক্ষে মঙ্গলবারের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলা হবে না তার।