ফের রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন

রাজধানী পুরান ঢাকার নবাবপুরে টায়ারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বারেক প্লাজা নামে একটি ভবনের পঞ্চম তলায় আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তাছাড়া আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কেও প্রাথমিকভাবে কিছু ধারণা পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নবাবপু‌র রো‌ডে বারেক প্লাজার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটি কাজ করছে। এ মুহূর্তে এর বেশি বিস্তারিত বলা যাচ্ছে না।’

এর আগে গেল মাসের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিমান ও নৌবাহিনী। যোগ দেয় দু’টি হেলিকপ্টারও।

প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার পর অভিযানে ৭০ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ। এছাড়াও দগ্ধ অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মারা যান আরও চারজন।