ফেসবুকে স্ট্যাটাস সংশোধন করে তোপের মুখে সাব্বির

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে যায়। সবার মতো বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান আগুনের ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেন, ‘আবারো আগুন, হাজার হাজার মানুষ আটকা পড়েছে। এই দায়বদ্ধতা কার? আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।’

সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বিতর্ক শুরু হয় যখন তিনি তার স্ট্যাটাসটি সংশোধন করেন। কিছুক্ষণ পর তিনি তার স্ট্যাটাসটি সংশোধন করে ‘এই দায়বদ্ধতা কার’ লেখাটি মুছে দেন।

তারপর তার স্ট্যাটাস দাঁড়ায়, ‘আবারো আগুন, হাজার হাজার মানুষ আটকা পড়েছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।’

এরপর শুরু হয় বিতর্ক। সাব্বিরের এমন কাণ্ডে তার ভক্তরা খুশি হননি। একইসঙ্গে অনেকেই প্রশ্ন করছেন কোনো মহলের চাপে নিজের স্ট্যাটাস পরিবর্তন করলেন সাব্বির?