বনানীতে আগুন, উদ্ধার কাজে নৌ ও বিমান বাহিনী

চক বাজারে অগ্নিকান্ডের ঘটনা এখনো মানুষের মনে টাটকা। এরপর আরো বেশ কিছু স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সর্বশেষ আজ রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৫টি ইউনিট। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

২২তলা ভবনটিতে বহু লোক আটকা পড়েছে। বাইরে থেকে তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। ভবনের ভেতরে আটকে পড়া মানুষগুলো বাঁচার আকুতি জানাচ্ছেন।

তারা বলছেন, ভবনে সিঁড়ি লাগিয়ে আমাদের উদ্ধারের চেষ্টা করুন। আমরা ধোঁয়ার কারণে নিশ্বাস নিতে পারছি না। ধোঁয়ায় আমরা মারা যাব। আমাদের বাঁচান।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনীর আগুন নির্বাপক বাহিনীও।

ঘটনাস্থলে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারকেও বারবার চক্কর দিতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে হেলিকপ্টারটিকে ব্যবহার করা হবে।