বনানীর অগ্নিকাণ্ডে নিহত ২৫, ২৪ জনের লাশ হস্তান্তর

রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ। আজ ২৯ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় এফ আর টাওয়ারের নীচে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।

এ সময় ডিসিমোস্তাক আহমেদ বলেন, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের লাশ উদ্ধার করা গেছে এবং তাদেরকে শনাক্ত করাও সম্ভব হয়েছে। এদের মধ্যে ২৪ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জটিলতার কারণে একটি লাশ এখনও হস্তান্তর করা হয়নি।’

এ সময় ডিসি আরও বলেন, ‘ভবনের নিরাপত্তার জন্য ২১টি ফ্লোরে ২১টি টিম রাখা হয়েছে। প্রতিটি টিমে ৪ জন করে সদস্য আছেন। এছাড়া, পুলিশ পুরো ভবনটি ঘিরে রেখেছে। ভবনের নিরাপত্তাজনিত সমস্যাগুলো খতিয়ে দেখা হচ্ছে। তাই আপাতত ভবনটি বন্ধ রাখা হয়েছে।’

জানা যায়, আজ এফ আর টাওয়ারে দ্বিতীয় দিনের মত উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল ৯টা থেকে এই উদ্ধার কাজ শুরু হয়েছে।