বাংলাদেশকে বোল্টের হুমকি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। ওয়েলিংটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল দিবাগত রাত ৪টায়।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জয় পাওয়ায় এই ম্যাচে জিতলেই সিরিজ জেতা হয়ে যাবে তাদের। আর সিরিজ বাঁচাতে জয় প্রয়োজন বাংলাদেশের।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের ব্যাটিং রেকর্ড দুর্দান্ত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও তাই উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে বলেই মনে করেন নিউজিল্যান্ড পেসার বোল্ট। তবে তাতেও ঝড় তুলতে প্রস্তুত এই কিউই পেসার।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠে দারুণ এক ম্যাচ শেষ করেছিল শ্রীলঙ্কা। নিশ্চিত হারতে থাকা ম্যাচ কুশাল মেন্ডিস ও ম্যাথিউসের ব্যাটে ভর করে দুর্দান্ত ভাবে শেষ করে তারা।

তাই এই ম্যাচের মত অভিজ্ঞতা চাননা বোল্ট। তিনি বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে যেমন ছিল, এই ম্যাচেও কন্ডিশন একই রকম হবে বলেই মনে হচ্ছে। তবে সেই ম্যাচের অভিজ্ঞতা এই ম্যাচে যেন না হয় সেই আশা-ই করি। আমাদের তাই উইকেট শিকার করার উপায় বেড় করতে হবে এবং আমরা মনে করি আমাদের সেই সামর্থ্য আছে।