বাংলাদেশ বনাম বিশ্ব একাদশ ম্যাচ, পরিকল্পনায় বিসিবি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিশ্ব একাদশ ও বাংলাদেশ একাদশের মধ্যে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই ম্যাচের জন্য আইসিসির স্বীকৃতি প্রয়োজন। তাই এরই মধ্যে আইসিসিরি কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘শুধু বাংলাদেশের খেলোয়াড়রা নয়, কি করলে বিশ্বের সেরা খেলোয়াড়দের আনা যায় আমরা সেটা নিয়ে কাজ করছি। আমি চাই এখানে বিশ্বের সেরা খেলোয়াড়রা এসে খেলবে।’

তিনি আরো বলেন, ‘তবে এটা নিয়ে আমরা আলাপ করছি। এটা বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। তাই এখন নিশ্চয়তা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমরা প্রথমে আইসিসির স্বীকৃতি চাচ্ছি। যদি পেয়ে যায় তাহলে এক ধাপ এগিয়ে যাব। এরপর বড় বড় দেশের খেলোয়াড়দের অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে আমাদের।’

‘সেরা খেলোয়াড়রা আমাদের এখানে আসবে কিনা সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আমরা বাংলাদেশে আকর্ষণীয় একটি খেলা আয়োজনের চেষ্টা করছি। তবে আন্তর্জাতিক সূচির কারণে একটু সমস্যা হতে পারে। সব দেশকে আমরা নাও পেতে পারি। তবে বিদেশি খেলোয়াড়দের এনে এনে একটা রিপ্রেজেন্টেটিভ ম্যাচ খেলা অনেক কঠিন এবং আইসিসির স্বীকৃতি নেয়াও অনেক কঠিন। আমরা এটি নিয়ে কাজ করছি।’