বিদায় বেলায় ভক্তদের উদ্দেশ্যে ডি ভিলিয়ার্সের বার্তা

চলতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম অংশ দুবাইয়ে অনুষ্ঠিত হলেও টুর্নামেন্টের শেষ আটটি ম্যাচ পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে। আর ১১ বছর পর পাকিস্তানের মাটিতে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

কিন্তু ইনজুরির কারণে পাকিস্তানের মাটিতে খেলা হচ্ছে না ডি ভিলিয়ার্সের। পিএসএলে লাহোর কালান্দার্সের সঙ্গে নয় ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু ইনজুরির কারণে লাহোরের হয়ে সাত ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন তিনি।

বিদায় বেলায় ভক্তদের উদ্দেশ্য এক বার্তা দিয়েছেন ডি ভিলিয়ার্স। সেখানে তিনি বলেন, ‘পিএসএলের বাকি ম্যাচগুলো খেলতে না পারায় আমি অত্যন্ত হতাশ। পাকিস্তানি ভক্ত-সমর্থকদের সামনে খেলতে না পারায় খুবই খারাপ লাগছে। চিকিৎসক আমাকে দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সুতরাং করাচির ম্যাচগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে হলো।’

তিনি আরো বলেন, ‘পরবর্তী পিএসএলে খেলতে পারব। তবে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে চাই।’