বিপিএলে আশরাফুলের জায়গায় সুযোগ পাওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন ইয়াসির

কিছুদিন আগেই শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন ইয়াসির আলি রাব্বি। বিপিএলে মোহাম্মদ আশরাফুলের জায়গায় তিন নম্বরে জায়গা পেয়ে সেই সুযোগটি ভালোভাবেই কাজে লাগিয়েছেন ইয়াসির আলি।

চিটাগং ভাইকিংসের জার্সিতে ১১ ম্যাচ খেলে ৩টি হাফসেঞ্চুরিতে ৩০৭ রান করেছেন তিনি। বিপিএলে আশরাফুলের জায়গায় সুযোগ পেয়ে সেটার ভালো ব্যবহার করেছেন ইয়াসির। সম্প্রতি বিপিএলে আশরাফুলের জায়গায় ব্যাটিংয়ের সুযোগ নিয়ে মুখ খুলেছেন ইয়াসির।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশরাফুল ভাই আমার শ্রদ্ধাভাজন একজন বড় ভাই। উনি আমাকে খুব আদর করেন। আসলে এটা পেশাদার একটি জায়গা। কখনও মাথায় আসেনি আমি আশরাফুল ভাইয়ের জায়গায় খেলছি বা তাকে টপকে খেলছি। লক্ষ্য ছিল আমাকে যেখানেই সুযোগ দেয়া হোক, যেন সেখানেই ভালো খেলতে পারি।’