“বিপিএলে খেলাটা বোকামি হয়েছে”

গতকাল ডিপিএলে দারুণ এক ইনিংস খেলেছিলেন জহুরুল। ১২১ রান করেছিলেন তিনি। ছিলেন অপরাজিত। তার সাথে দারুণ এক ইনিংস খেলেছিলেন সাইফউদ্দিন। করেছিলেন ৫৫ রান। আর এই দুই জনের ব্যাটেই লড়াই করার মত পুজি পেয়েছিল আবহানী।

তবে সেঞ্চুরি করলেও এই ম্যাচে হাতে ব্যথা নিয়েই খেলেছিলেন জহুরুল। চোটটা অবশ্য পেয়েছিলেন বিপিএলের আগেই। সেই চোট নিয়েই খেলেছিলেন বিপিএলে। ফলে বাধিয়েছিলেন বিপত্তি। এই কারণে বিপিএল খেলাটা ভুল ছিল বলেও মনে করেন তিনি।

জহুরুল বলেন, বিপিএলের আট দিন আগে চোট পেয়েছিলাম। তারপরও বিপিএল খেলাটা আমার জন্য বোকামি ছিল। ব্যাট ঠিকমত ধরতেই পারতাম না। সেজন্য টুর্নামেন্টের মাঝপথেই বাসায় চলে যাই। এখন সেরে উঠার পথে। তবে হাতে এখনো ব্যথা আছে। আশা করি সেরে যাবে দ্রুতই।

নিজের ইনিংস নিয়ে জহুরুল বলেন, আমার এই অবস্থায শট খেলা সম্ভব ছিল না। আর দলের পরিস্থিতিও শট খেলার মত ছিল না। তাই সব মিলিয়ে ভালোই হয়েছে। প্রথম দিকে উইকেট পরে গিয়েছিল বেশ কয়েকটা। তারপর সাইফ আসলো। ওর উপর আমার বিশ্বাস ছিল, কারণ জাতীয় দলে এমন পরিস্থিতিতে ম্যাচ খেলেছিল সে।