বিশ্বকাপে নিজের ফেভারিট দলের নাম জানালেন বিরাট কোহলি

চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের। আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন এই বিশ্বকাপে কোনো দলকেই ফেভারিট হিসেবে মানছেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

তার মতে, ইংল্যান্ড বিশ্বকাপে যে কোনো দলই হিসেব উল্টে-পাল্টে দিতে পারে। বিশ্বকাপকে সব দলকেই বিপদজনক হিসেবে মানছেন কোহলি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো দলই বিশ্বকাপে ফেভারিট হিসেবে শুরু করছে বলে মনে হয় না। প্রত্যেক দলই বিপদজনক। দেখুন না ওয়েস্ট ইন্ডিজ এখন কেমন খেলছে। বিশ্বকাপে ওরাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কারণ ওদের দলে দারুণ ভারসাম্য।’

কোহলি আরো বলেন, ‘ইংল্যান্ড খুব শক্তিশালী দল। অস্ট্রেলিয়াকেও ভারসাম্যযুক্ত দেখাচ্ছে। নিউজিল্যান্ড ভাল দল। নিজের দিনে পাকিস্তানও যে কোনো দলকে হারানোর ক্ষমতা ধরে। আর আমরাও দল হিসেবে শক্তিশালী। বিশ্বকাপে তাই প্রত্যেক দলই বিপক্ষের কাছে আতঙ্ক হয়ে ওঠার ক্ষমতা ধরে। কেউ যদি একবার ছন্দ পেয়ে যায়, তবে সেই দলকে থামানো খুব মুশকিল।’