বিশ্বকাপে সুযোগ পাওয়া নয়, এখন শুধুই আইপিএল নিয়ে ভাবছেন তিনি

চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের। আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। অন্যদিকে চলতি মাসেই পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের।

বিশ্বকাপের দিকে নয় বরং আইপিএলে চোখ রাখছেন ভারতীয় তারকা ক্রিকেটার আজিঙ্কা রাহানে। তার মতে, যদি আইপিএলে ধারাবাহিক ফর্মে থাকা যায় তাহলে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ ঠিক আসবে।

এ প্রসঙ্গে রাজস্থান রয়্যালসের অধিনায়ক বলেন, ‘দিনের শেষে আইপিএল বা অন্য যে প্রতিযোগিতায় খেলি না কেন, খেলাটা ক্রিকেটই। তাই বিশ্বকাপের দলে সুযোগের সম্ভাবনা আছে বলে মানসিকতায় বদল ঘটবে না। রান করাই আসল। দলের জয়ে অবদান রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে কী হবে, তা ভাবার চেয়ে রাজস্থান রয়্যালসকে নিয়ে চিন্তা করাই জরুরি। দেখুন, আমি যদি আইপিএলে ভাল করি, তবে বিশ্বকাপের দলে আপনা-আপনিই সুযোগ আসবে। যে বিষয়গুলোর উপর কোনও নিয়ন্ত্রণ নেই, তা নিয়ে ভেবে অহেতুক নিজেকে চাপে ফেলার কোনও দরকার নেই।’