বিশ্বকাপ খেলতে চান তাসকিন আহমেদ

বিপিএলে দারুণ বোলিংয়ের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু কপাল খারাপ তার। যে ইনজুরির কারণে প্রথমে দল থেকে ছিটকে পড়েছিলেন সেই ইনজুরির কারণেই এবার নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে যান। আর এই্ ছিটকে যাওয়ার কারণে নিজেকে আর প্রমান করতে পারেননি এই পেসার।

তাসকিন এখন রানিং শুরু করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলবেন তিনি। এই টুর্নামেন্টের দিকেই তাকিয়ে আছেন তিসকিন আহমেদ। এখান থেকে আয়ারল্যান্ড সিরিজের জন্য দলে থাকাটাই হচ্ছে তার মুল লক্ষ্য।

তবে তাসকিন আহমেদ এত দ্রুতই ফিরতে গেলে থাকবে ঝুঁকি। সেটা নিতেও রাজি এই পেসার। তিনি বলেন, আমি ক্যারিয়ারের দীর্ঘায়ু ভুলে বিশ্বকাপ নিয়ে ভাবছি। কারণ বিশ্বকাপ আমার স্বপ্ন। আমি মূল প্রাধান্য দিচ্ছি ১০০% ফিট হয়ে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াকে।

“২০১৫ বিশ্বকাপ খেলেছি। বিশ্বকাপে খেলার শান্তিটাই অন্যরকম। এখনো স্মৃতিগুলো মনে পড়লে ভালো লাগে। সবার কাছে দোয়া চাইব যেন সামনের বিশ্বকাপে যেতে এবং ভালো করতে পারি। বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করতে পারলে, সেটা অন্যরকম অনুভূতির জন্ম নেবে, এটা বলে বোঝানো যাবে না।