ব্যাটে আলো ছড়ালেন নাসির হোসেন

বিপিএলে ব্যাপক আলোচনায় ছিলেন নাসির হোসেন। নামের প্রতি সুবিচার করতে পারেননি। আবার সুবিচার করার মত সুযোগও দেয়া হয়নি তাকে।

বিপিএল শেষে ডিপিএল শুরু হল। নাসির ফর্মও উঠানামা করছিল। তবে ডিপিএলের দ্বিতীয় পর্বে এসে ব্যাট হাতে জ্বলে উঠলেন নাসির হোসেন। সেটাও আবার গুরুত্বপূর্ন সময়েই।

আজ সাভারে অনুষ্ঠিত ম্যাচে নাসির হোসেনের দল শেখ জামালের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ৩৩৩ রানের পাহাড় গড়ে প্রাইম ব্যাংক। এই রান তাড়া করতে নেমে ৫৯ রানেই তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল।

এরপরই দলের হাল ধরেন নাসির হোসেন। তার সাথে যোগ্য সঙ্গ দেন নুরুল হাসান সোহান। দুজনে মিলে ১১৬ রানের জুটি গড়ে বিপর্যয় কাটিয়ে উঠেন। আব্দুর রাজ্জাকের বলে নাসির আউট হলে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে ৭৬ বলে ৭৬ রান করে নাসির। ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কা মারেন নাসির।

নাসির আউট হলেও অপরাজিত আছেন সোহান। তার সংগ্রহ ৫৪ রান। আর দলের সংগ্রহ ৪ উইকেটে ২০৬ রান। জয়ের জন্য তাদের আরো প্রয়োজন ১২.৫ ওভারে ১৩৯ রান। আপাতত বৃস্টির কারণে খেলা বন্ধ রয়েছে।