ভবনে আটকে পড়া মডেলের পোস্ট, মাফ করে দিয়েন

চক বাজারে অগ্নিকান্ডের ঘটনা এখনো মানুষের মনে টাটকা। এরপর আরো বেশ কিছু স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সর্বশেষ আজ রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি ইউনিট। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

২২তলা ভবনটিতে বহু লোক আটকা পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনীর লোকজন যোগ দিয়েছেন উদ্ধার কাজে। তারা আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য কাজ করছে।

এদিকে এই ঘটনায় শ্রীলঙ্কান এক নাগরিকসহ চারজন নিহত হয়েছে।

এরমধ্যে ভবনে আটকে পড়া রিপন আহমেদ নামের এক মডেল ফেসবুকে পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছেন।

তিনি লিখেন- মাফ করে দিয়েন। আগুন। lift 13 FR Tower banani।

বেলা ৩টার দিকে নিজের ফেসবুকে এই পোস্ট দেন রিপন। এফআর টাওয়ারের ১৩ তলায় তিনি অবস্থান করছেন বলে দাবি করেছেন।

পোস্টে তিনি ৩টি ধোঁয়াচ্ছন্ন ছবিও প্রকাশ করেছেন।