ভারতীয় বোর্ডকে ভয় পেতে না করলো আইসিসি

গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৪ জন সেনা নিহত হয়। যার ফলে দু’দেশের রাজনৈতিক অবস্থা তোলপাড়ে।

যার প্রভাব ক্রিকেটেও পড়েছে। আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে চায় ভারত। তবে তাদের এই অনুরোধে সাড়া দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অন্যদিকে বিশ্বকাপে নিজেদের নিরাপদের ব্যাপারেও আইসিসির সাহায্য চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

এক্ষেত্রে বিসিসিআইকে আশ্বস্ত করেছে আইসিসি। গতকাল শনিবার (২ মার্চ) আইসিসির ত্রৈমাসিক বোর্ড মিটিংয়ে নিরাপত্তা নিয়ে ভারতকে আশ্বস্ত করেছে আইসিসি।

এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে আইসিসি বিশ্বকাপের নিরাপত্তা বিষয়ক পরিকল্পনাও তৈরি করেছে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে সে ব্যাপারে কাজ করছি। যাতে খেলোয়াড়, কর্মকর্তা এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত হয়।’