ভারতীয় সেই পাইলটের ফেরা নিয়ে শাহরুখের বার্তা

গত বুধবার ভারতের দুটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। জানা যায় ভারতীয় বিমান বাহিনীর বিমান পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বলে এই ঘটনা ঘটে। আর এ ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে গ্রেপ্তার করা হয়।

এর পর তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মুক্তির ঘোষণা দেন। এদিকে অভিনন্দনকে মুক্তির খবরে স্বাগত জানিয়ে খুশি প্রকাশ করেছেন শাহরুখ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।

এদিকে শাহরুখ তার পোস্টে লিখেছেন, ‘ঘরে ফেরার মতো ভাল অনুভূতি আর হয় না। কারণ বাড়ি ভালোবাসা, আশা ও স্বপ্নের কেন্দ্রস্থল। আপনার সাহসিকতা আমাদের শক্তিশালী করে। কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এর আগে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত বেসামরিক সৈন্যদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেছিলেন শাহরুখ। তাদের পরিবারের সাহায্যে এগিয়েও গিয়েছিলেন তিনি।

শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘বীর সৈনিকদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা। আমাদের জন্য যারা জীবন বিসর্জন করলেন, তাদের আত্মার শান্তি কামনা করি।’