ভারতের কারণে পিএসএলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করলো পিসিবি

চলতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম অংশ দুবাইয়ে অনুষ্ঠিত হলেও টুর্নামেন্টের শেষ আটটি ম্যাচ পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে বলেই টুর্নামেন্ট শুরুর আগে জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ আটটি ম্যাচ লাহোর ও করাচির স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু এবার নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে পিসিবি। মূলত ভারতের সঙ্গে চলতি অস্থির অবস্থার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। টুর্নামেন্টের শেষ ৮টি ম্যাচ লাহোর ও করাচির পরিবর্তে শুধুমাত্র করাচিতেই অনুষ্ঠিত হবে। পিসিবি এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে।

এ প্রসঙ্গে পিসিবির চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমরা অংশগ্রহণকারী দল এবং আমাদের সকল স্পন্সরদের সঙ্গে কথা বলেই লাহোরের ম্যাচগুলো করাচিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান অবস্থাটা বোঝার জন্য সকল ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরো বলেন, ‘এটা সত্যিই হতাশাজনক যে পাকিস্তান ক্রিকেটের হেডকোয়ার্টারেই পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। যদিও এতে পিসিবির কোনো দায় নেই। তবে এটা জাতির বৃহত্তর স্বার্থে খুবই ছোট্ট একটা বলিদান।’