ভিনিসিয়াসকে মিস করেছে ব্রাজিল

২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। দুর্বল পানামার বিপক্ষে এই ম্যাচে ব্রাজিল জিততে পারেনি। প্রথমে এগিয়ে গিয়েও ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

ম্যাচের পুরোটা সময়ে আক্রমনে ছিল ব্রাজিল। বার কয়েক তাদের আক্রমন প্রতিহত হয়েছে পানামর বারপোস্টে। একই সাথে পানামার গোলকিপারের অসাধারণ কয়েকটি সেভের কারণে আর জয় পাওয়া হয়নি ব্রাজিলের।

ম্যাচে পানামার সবাই মিলেই ডিফেন্স করেছে ব্রাজিলের বিপক্ষে। আর প্রতিপক্ষ যখন বাস পার্কিং ডিফেন্সে মগ্ন তখন ডিফেন্স ভাঙতে ভিনিসিয়াস-নেইমারদের মত তারকাদেরই প্রয়োজন যা গতকাল ব্রাজিলে ছিল না। আর সেটাই ব্রাজিল এই ম্যাচে মিস করেছে বলেই মনে করেন ব্রাজিল কোচ টিটে।

একই সাথে রিয়াল মাদ্রিদে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ম্যাচ খেলা ভিনিসিয়াসের জন্য কোপা আমেরিকার আগে ব্রাজিলের দরজা খোলা বলেও উল্লেখ করেছেন টিটে।

টিটে বলেন, “ভিনিসিয়াসের ম্যাচ পাল্টে দেয়ার সেই দক্ষতা আছে যা আমরা এই ম্যাচে মিস করেছি। আমরা তরুণ তারকাদের সুযোগ দিব।”

“এটা খারাপ ফলাফল। পানামার বিপক্ষে এমন ফলাফল কেউ আশা করেনি। যদি আমি ভক্ত হতাম, আমিও চাইতাম পানামার বিপক্ষে জয়।”