ভিনিসিয়াস জুনিয়রের প্রতি সাবেক ম্যানসিটি তারকার পরামর্শ

রিয়াল মাদ্রিদে বিস্ময় বালক ভিনিসিয়াস জুনিয়র। গত জুনে রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই তার উপর রিয়াল সমর্থকদের প্রত্যাশার পারদ বাড়তেই থাকে।

ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ। তার স্কিল, তার ড্রিবলিং, তার গতি সবকিছুই বয়সের তুলনায় বেশি ভালো। কিন্তু তার সমস্যা একটাই। সেটা হল ফিনিশিং।

সম্প্রতি মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়াসকে নিয়ে কথা বলেন সাবেক ম্যানসিটি তারকা নেগ্রেদো। তিনি বলেন,

“ভিনিসিয়াস নিজে গোল না পেলেও সে খেলা তৈরি করে দেয় এবং অপরকে গোল পেতে সাহায্য করে। শুধু ফাইনাল পয়েন্ট গিয়েই তার কিছু সমস্যা।”

ভিনিসিয়াসের এই ফাইনাল পয়েন্টের সমস্যা বলতে যে ফিনিশিংকেই বুঝানো হয়েছে সেটা বুঝতে সমস্যা হওয়ার কথা নয় কারোই। সেটা নিয়ে তিনি বলেন, “এটা শুধু তার লক্ষ্য নয়, সাথে সাথে মাথা এবং সিদ্ধান্ত নেয়ার বিষয়েও আরো উন্নতি করতে হবে। এই জন্য যে সে খারাপ খেলোয়ার এটা নয়। সে সাহসী এবং খুব দ্রুত। কিন্তু সে উন্নতি করছে। ধীরে ধীরে সে উন্নতি করছে। কারণ সে খুবই তরুণ।”