ভিপি নুরুল হক শিক্ষার্থীদের সকল চাওয়া পূরণ করবে: ছাত্রলীগ সভাপতি

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল চাওয়া-পাওয়া পূরণ করবে।

মঙ্গলবার (১২ মার্চ) বিকালে নুরুল হক নুরের সঙ্গে দেখা করে কোলাকুলি করেন ছাত্রলীগ সভাপতি।

সকলকে নির্বাচনের ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে উপস্থিত সমাবেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শোভন বলেন, নুর আমার ছোট ভাই। সে ঐতিহাসিক ডাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে আমি তাকে ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সে আমাদের সকল চাওয়া-পাওয়া পূরণ করবে।

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ প্যানেলের নুরুল হক নুর সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে ২৫তম ভিপি হিসেবে ডাকসুর গৌরবমাখা ইতিহাসের অংশ হলেন তিনি। আর সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে জয় পেয়েছেন গোলাম রাব্বানী এবং এজিএস হিসেবে জয় পেয়েছেন সাদ্দাম হোসেন। আর তারা দুইজনই ছাত্রলীগের ব্যানারে নির্বাচন করেন।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।