ভোটার উপস্থিতি কম থাকার দুই কারণ জানিয়েছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে দুই কারণকে দায়ী করেছেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উত্তরার আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটার না আসার দায় নির্বাচন কমিশনের নয়। বাড়ি বাড়ি গিয়ে ভোটার আনার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর এবং প্রার্থীদের।

নুরুল হুদা বলেন, আমি আগেই বলেছি- দুটি কারণে ভোটার উপস্থিতি কম থাকতে পারে।একটি হচ্ছে- সব রাজনৈতিক দলের অংশ না নেয়া। দ্বিতীয়ত স্বল্প সময়ের জন্য এই নির্বাচন, এক বছর পরে আবার নির্বাচন হবে- সে জন্য কম হতে পারে।

তিনি বলেন, এখনই বলা যাচ্ছে না। ভোট বিকাল ৪টা পর্যন্ত। ৪টার পর বলা যাবে- কেমন ভোট পড়ল।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজক। ভোটার আনার দায়িত্ব আমাদের নয়। এ দায় রাজনৈতিক দল ও প্রার্থীদের। আমরা শুধু বলে দিই ভোটের পরিবেশ সুষ্ঠু আছে, সব কিছু নিরাপদ আছে এবং সবাই ভোট দিতে আসতে পারেন।