ভোটার নাই, জাল ভোটের ছড়াছড়ি

পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় দাপে দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলাতে চলছে ভোট গ্রহন। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। ভোট শুরুর পর অংশগ্রহণকারী নেতা কর্মীদের সমর্থকরা আসলেও বেলা বাড়ার সাথে সাথে সেটাও কমে গেছে।

ভোটার কম হলেও ব্যালট বাক্সে ভোটের অভাব হচ্ছে না। সবাই নিজের মত করে জাল ভোট দিয়ে ভর্তি করছে বাক্স।

সকাল সাড়ে ৯টায় বোয়ালখালী পৌর এলাকার গোমদণ্ডি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই শূন্য। একই ধরনের খবর পাওয়া গেছে বোয়ালখালী মুসলিম উচ্চ বিদ্যালয়, পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকেও।

পটিয়া উপজেলায় কেন্দ্রে ভোটার না থাকলেও ব্যালট বক্সে ভোটের অভাব হচ্ছে না। সেখানে মানুষজন লাইনে দাড়িয়ে থেকেও পারছেনা ভোট দিতে।

এদিকে চন্দনাইশে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার পর ওই উপজেলার প্রায় সব কেন্দ্র ভোটার শূন্য হয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।