ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন, সব কেন্দ্রে ইভিএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এ সিটির সব ক’টি কেন্দ্রেই ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

আজ ২৫ মার্চ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, ‘ময়মনসিংহ সিটির নির্বাচনের ভোটগ্রহণ হবে ৫ মে রবিবার। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৮ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারে শেষ সময় ১৭এপ্রিল।’

ইসি সচিব আরও বলেন, ‘নতুন এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ১৩০ টি কেন্দ্রের সবগুলোতে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হবে।’

এদিকে এমসিসি দেশের ১২ তম এবং সর্বশেষ সিটি করপোরেশন। ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে এ সিটি।