মসজিদে হামলার পর পুলিশকে একটি কথাই বলেছিল ব্রেন্টন ট্যারেন্টের পরিবার

নিউজিল্যান্ডের দুটি মসজিদের হামলা করেছিল অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যার‌্যান্ট। এই ঘটনা সে ফেসবুকে লাইভ স্ট্রিম করেছিল। লাইভ স্ট্রিম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেশটির পুলিশ বিষয়টি জানালে হামলার ভিডিও এবং হামলাকারীর অ্যাকাউন্টটি সরিয়ে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

তবে তার আগেই নারকীয় ওই হামলার ভিডিওটি দেখে ফেলে ব্রেন্টন ট্যারেন্টের পরিবার। ভিডিওটি দেখে তারা হতভম্ব হয়ে যান।

এসময় সঙ্গে সঙ্গেই তারা পুলিশকে ফোন দিয়ে তাদের সন্তানের কর্মকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করার প্রস্তাব দেন। ট্যারেন্টের নামে এর আগেও ট্রাফিক আইন ভাঙার অভিযোগ ছিল পুলিশের খাতায়। তবে এখন তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

স্কাই নিউজ জানিয়েছে, গ্রাফটন শহরে বসবাসকারী তার পরিবারের সদস্যরা তাদের সন্তানের এমন নৃশংস হত্যাকাণ্ড দেখে হতবাক হয়ে পড়েছে। তারা এখন পুলিশকে তাদের খুনি সন্তানের কর্মকাণ্ডের ব্যাপারে তদন্তে সহায়তা করছেন।