মসুলে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হল ৫ হাজার মানুষের হাড়গোড়

ইরাকের উত্তরাঞ্চলের ঐতিহাসিক শহর মসুলে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষের হাড়গোড়। ২০১৭ সালে এখান থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) তাড়িয়ে দেয় যৌথবাহিনী। এরপর থেকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া মসুল শহরে লাশ আর লাশ মিলছে।

ধারণা করা হচ্ছে, শহরটি পুনরুদ্ধারের পর এখন পর্যন্ত সরকারি বাহিনী যেসব কঙ্কাল আর হাড়গোড় উদ্ধার করেছে তা ৪ হাজার ৭২০ জনের।

বিষয়টি নিয়ে ইরাকের সরকারি কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, মসুলে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার দেহগুলোর মধ্যে ২ হাজার ৬৬৫ জনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় নির্ধারণ করা যায়নি।

এ বিষয়ে ইরাকি হাইকমিশনের সদস্য ও মানবাধিকারকর্মী ফাদেল আল-ঘৌরি জানান, ২০১৪ সালে আইএস মসুলের দখল নেয়। এরপর তাদের তাড়াতে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী দীর্ঘদিন সেকানে বিমান হামলা করে।

তিনি আরও জানান, আইএসের সঙ্গে এই যুদ্ধে মসুলে হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর এখন যেসব কঙ্কাল উদ্ধার হচ্ছে, তা এসব হতভাগ্যদেরই। ইরাকে আইএসের সর্বশেষ শক্তঘাঁটি হিসেবে পরিচিত মসুল, ২০১৭ সালের শেষদিকে পুনরুদ্ধার করে সেনাবাহিনী।