মাংসে লবণ কম হওয়ায় বর পক্ষ-কনে পক্ষের সংঘর্ষ, আহত ২০

রংপুরের এক বিয়ে বাড়িতে রান্না করা গরুর মাংসে লবণ কম হওয়া নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল ১৯ মার্চ মঙ্গলবার রাতে সদর উপজেলার হরিনারচর গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত অনেকেই জানান, শনিবার (১৬ মার্চ) দুপুর রংপুর সদরের হরিনারচর গুচ্ছ গ্রাম এলাকার বাসিন্দা হান্নান মৃধার ছেলে জান্নাতুল মৃধার সঙ্গে ওহিদ মিয়ার মেয়ে রিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের দিন বর পক্ষ এলে তাদের খেতে দিলে গরুর মাংসে লবণ কম হওয়ায় হাতাহাতির ঘটনা ঘটে।

এরত পরে মঙ্গলবার মেয়ে পক্ষ ছেলের বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে গেলে সেখানে ছেলে আত্মীয় শাহ আলম ক্ষিপ্ত হয়ে মেয়ের পক্ষের আত্মীয় টিটুকে মারধর করে।

পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ছেলে পক্ষের ১৪ জন ও মেয়ে পক্ষের ৬ জন আহত হয়। এদিকে এই ঘটনা নিয়ে এখনোও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।