মাঠে নামার আগে সাকিবের বার্তা

আজ আইপিএলের দ্বিতীয়দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে৷

এদিকে বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান প্রায় দেড় মাস ধরে খেলার বাহিরে আছেন। বিশ্বকাপের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরটিকে আদর্শ প্রস্তুতি হিসেবে বিবেচিত করেছেন তিনি।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই ক্রিকেটার বলেন প্রতিদ্ব দ্ধীতাপূর্ণ ক্রিকেটের জন্য সবথেকে সেরা টুর্নামেন্ট আইপিএল। তার ওপরে আইপিএলে অংশ নেয়া বেশিরভাগ ক্রিকেটারই খেলবেন বিশ্বকাপে বিধায় বাড়তি সুবিধা পাবেন সাকিব।

মাঠে নামার আগে এক সাক্ষাৎকারে অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএলে খেলা প্রসঙ্গে বলেছেন, ‘এখানে আমি যাদের সঙ্গে খেলবো, বিশ্বকাপেও তাদের সবার দলের সঙ্গেই খেলা থাকবে আমাদের। এটা একটা বড় সুবিধা।’

‘কারণ দেশে থাকলে হয়তো বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রিমিয়ার লিগই খেলতাম। এছাড়া তো আর কোনও খেলা ছিলো না। আইপিএলে যে ধরণের প্রতিদ্ব›দ্ধীতাপূর্ণ ক্রিকেট হয়, এর চেয়ে ভালো প্রস্তুতি আর কি হতে পারে!’

এদিকে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ নিয়ে সাকিব বলেন, ‘আমার ধারণা ওখানে ওই সময়ে বৃষ্টি হবে। খেলা ঠিকভাবে না হওয়ার সম্ভাবনা আছে। তবে যদি ম্যাচগুলো পুরো হয় তাহলে তো খুবই ভালো। তখন এই সিরিজ আমাদের প্রস্তুতির জন্য ভালো হবে।’