মারা গেলেন কৌতিনহো

ফুটবল আকাশ থেকে আরেকটি নক্ষত্র পতন হল। ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার কৌতিনহো মারা গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সাবেক সান্তোস ও ব্রাজিলিয়ান এই তারকা ১৯৪৩ সালের ১১ জুন জন্মগ্রহন করেন। তিনি ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের একজন লিজেন্ড হিসেবেই পরবর্তিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ক্লাবটির হয়ে ৪৫৭টি ম্যাচে ৩৬৮ গোল করেন কৌতিনহো।

কৌতিনহো সান্তোসের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। তার সামনে আছে কেবল ব্রাজিলের আরেক লিজেন্ড পেলে ও পেপে।

সান্তোস একটা সময় পুরো ফুটবল বিশ্ব শ্বাসন করেছিল। সবজায়গাতেই তাদের জয়জয়কার ছিল। সেই সময় সান্তোসের খেলোয়ার ছিলেন কৌতিনহো। তার সাথে পেলে, পেলে ডোরভালরা ক্লাবের সেরা তারকা ছিল।

তার সময়ে সান্তোস দুটি কোপা লিবার্তাদোরেন, দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ৬টি ঘরোয়া শিরোপা জিতেছিল।

ব্রাজিলের হয়ে ১৯৬২ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন কৌতিনহো। কিন্তু দুর্ভাগ্য তার ইনজুরিতে পড়েছিলেন তিনি টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক পূর্ব মুহুর্তে।

কৌতিনহো এই বছরের জানুয়ারীতে হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে চলেও এসেছিলেন তিনি। এবার তিনি চলে গেলেন না ফেরার দেশেই।