মুসলমানদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আইসিসির শোক প্রকাশ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৪৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছে বাংলাদেশ দল। এমন ঘটনার পর হতাহতদের জন্য পুরো বিশ্ব জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এমন ঘটনায় শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি শোক জানিয়ে একটি বিবৃতিতে জানায়, ‘ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় আমরা শোকাহত। এ হামলায় নিহতদের পরিবার ও স্বজনদের জন্য আমরা আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। দুই দলের খেলোয়াড়, স্টাফ এবং ম্যাচ অফিশিয়ালরা সবাই নিরাপদে আছে। ম্যাচ বাতিলের সিদ্ধান্তে আইসিসি পুরো সমর্থন জানাচ্ছে।’

এদিকে আগামীকাল তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সন্ত্রাসী হামলার পর ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।