মোস্তাফিজ ফেরাতে কপাল পুড়ছে কার?

আগামীকাল ৮ই মার্চ শুক্রবার ভোর চার টায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ দল। আর এ ম্যাচে সেরা একাদশ নিয়ে টাইগার টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত, কিউইদের বিপক্ষে চার পেসার খেলাবে সফরকারীরা।

কারণ ওয়েলিংটনের বাতাস ও সবুজ উইকেট কিছুটা হলেও পেসারদের সুবিদা দিতে পারে। তাই মোস্তাফিজকে ফেরানোর বিকল্প দেখছে না টাইগার টিম।

এদিকে আজ ওয়েলিংটনে সংবাদ সম্মেলনে মোস্তাফিজের অর্ন্তভুক্তির বিষয় নিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘মোস্তাফিজ হয়তো ফিরবে। তবে কার জায়গায় সে খেলবে, সেটা ম্যানেজমেন্ট কথা বলে ঠিক করবে।’

এদিকে মোস্তাফিজসহ চার পেসার নিয়ে ওয়েলিংটন টেস্ট খেলার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহ বলেছেন, ‘চারজন পেসারও খেলতে পারে। হেড কোচ ও বোলিং কোচের সঙ্গে কথা বলে চূড়ান্ত করব।’

এদিকে হ্যামিল্টন টেস্টে নিদারুণ হতাশ করেছে বাংলাদেশের পেস আক্রমণ। মাহমুদউল্লাহ অবশ্য তার অনভিজ্ঞ পেস আক্রমণকে দায় দিচ্ছেন না। মাহমুদউল্লাহ বরং আরও ধৈর্য ধরার পক্ষে।

মাহমুদউল্লাহ বলেন, ‘অনভিজ্ঞ হলেও ওদের কাছে অনেক কিছু প্রত্যাশা করি। ওরা অবশ্যই ভালো বোলার, একটু সময় দিতে হবে। সময়ের সঙ্গে তারাও দুর্দান্ত বোলার হবে। তাদের মধ্যে সেই আক্রমণাত্মক মনোভাবটা আছে। এটা আমার জন্য তৃপ্তিদায়ক ছিল। ব্যক্তিগতভাবে ওদের কাছে যেটা চেয়েছিলাম, অনেক ওভারে সেটা করেছে। আরেকটু ধারাবাহিক হলে ভালো হবে।’