ম্যাচে বাংলাদেশের ইতিবাচক দিক

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ৫২ রানে হেরেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে বাংলাদেশ হারলেও ইতিবাচকও আছে।

ওয়ানডে সিরিজে চুরান্ত ব্যর্থ ছিল তামিম ইকবালসহ বাংলাদেশের প্রায় সব ব্যাটসম্যানই। কিন্তু টেস্ট সিরিজে এসে রান পেয়েছে তামিম ইকবাল। প্রথম ইনিংসে ১২৬ রানের সাথে দ্বিতীয় ইনিংসে করেছেন ৭৪ রান।

একই সাথে ওয়ানডে সিরিজে ব্যর্থ থাকা সৌম্য সরকার এই টেস্টে করেছেন সেঞ্চুরি। তিনি দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছিলেন এবং তুলে নিয়েছেন ১৪৯ রান।

আরেক তারকা মাহমুদউল্লাহ রিয়াদেরও ওয়ানডে সিরিজ ভালো যায়নি। প্রথম ইনিংসেও ছিলেন ব্যর্থ। জ্বলে উঠলেন দ্বিতীয় ইনিংসে। আর এই ইনিংসে তার ব্যাট থেকে আসল ১৪৬ রান।

হারের মধ্যেও এই তিন তারকার রানে ফেরাটা বাংলাদেশের জন্য দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বেশ ইতিবাচকই বলা যায়।