ম্যাচ বাঁচানো কঠিন মানছেন তামিম

টেস্টের দুই দিন মাঠে একটি বলও গড়ায়নি। তৃতীয় দিনে ম্যাচ আরম্ভ হলেও শেষ বিকেলে অন্তত ২৫ ওভার খেলা হয়নি। পাঁচ দিনের টেস্ট ম্যাচের অর্ধেক ভাগ সময় খেলাই হয়নি। অথচ তাতেই হেরে যাওয়ার আশঙ্কায় এখন বাংলাদেশ।

প্রথম ইনিংসে ব্যাটিং করে ব্যাটিং ব্যর্থতার নজির দেখিয়ে ২১১ রান করেছিল বাংলাদেশ। আর প্রথম ইনিংসে ব্যাটিংয়ের ব্যর্থতাই এখন বাংলাদেশকে পাঠিয়ে দিয়েছে হারের দাড়প্রান্তে।

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৪৩২ রান করেছে।যার কারণে তাদের প্রথম ইনিংসেই লিড দাড়িয়েছিল ২২১ রানের।

এই রানের জবাবে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশ করেছে ৮০ রান। কিন্তু এজন্য হারিয়েছে ৩টি উইকেট।

ইনিংস পরাজয় এড়াতেই এখনো প্রয়োজন ১৪১ রান। এরপর আসবে লিড নেয়ার স্বপ্ন। ম্যাচ বাঁচাতে হলে খেলতে হবে পুরোটা দিন যা বাংলাদেশ এই সিরিজে এখনো করে দেখাতে পারেনি।

তাই এই ম্যাচটি বাঁচানো বাংলাদেশে জন্য কঠিন সেটা মেনে নিচ্ছেন তামিম ইকবাল। তবে কঠিন হলেও অসম্ভব নয় বলেই মনে করেন তিনি।

তামিম বলেন, হয়তো কঠিন, তবে ক্রিকেটে সবকিছুই সম্ভব। আমাদের হাতে এখনো ৭ উইকেট আছে এবং রিয়াদ ভাই ও লিটন ব্যাটিংয়ে নামবেন পরে। আমি মনে করি প্রথম সেশনে কোনো উইকেট না হারানো কিংবা সর্বোচ্চ ১টি উইকেট হারালে আমাদের কাজ সহজ হবে। তাই আমি মনে করি ম্যাচ বাঁচানো কঠিন তবে অসম্ভব নয়।