হারের পর যাকে দুষছেন কোহলি

অ্যাশটন টার্নারের অতিমানবীয় এক ইনিংসে ভর করে ভারতের দেয়া ৩৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় পায় অস্ট্রেলিয়া। আর এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ ব্যবধানে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। এখন শেষ ওয়ানডেতে পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে।

টার্নারের ৪৩ বলে ৮৪ রানের ইনিংসে ভর করে সিরিজে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। এদিকে ঘরের মাঠে এমনভাবে ম্যাচ হারের পর ‘ডিআরএস’ সিস্টেমকেই দুষলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ইনিংসের ৪৪তম ঘটনা। চাহালের বলে কট বিহাইন্ডের আবেদন হয়েছিল টার্নারের বিপক্ষে।

কিন্তু আম্পায়ার আউট দেননি। এরপর ভারত রিভিউ নিলে স্নিকোতে দেখা যায়, বল যখন ব্যাটের পাশ দিয়ে যাচ্ছিল, তখন ব্যাট বলে সংযোগ হলে যেমন দেখায় তেমন দেখাচ্ছিল। কিন্তু থার্ড আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন।

ডিআরএস সিস্টেম নিয়ে অভিযোগ জানিয়ে কোহলি বলেন, ‘আমরা মাঠে কিছুটা অগোছালো ছিলাম। সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত ছিল। তবে আমাদের সবার জন্যই ডিআরএসের কলটা বিস্ময়ের ছিল। প্রতি ম্যাচেই এটা নিয়ে কথা হচ্ছে। প্রযুক্তিটা একদমই ধারাবাহিক নয়। ওই মুহূর্তটা কিন্তু ম্যাচ ঘুরানো অবস্থায় ছিল।’