যুক্তরাষ্ট্রে মসজিদে নামাজ চলাকালীন সময় বাইরে পাহারা দিচ্ছেন অমুসলিমরা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে গতকাল শুক্রবার বন্দুকধারীর হামলার ঘটনায় প্রায় ৪৯ জন মারা যায়। সেই হামলার জেরে এবার যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে একটি মসজিদে নামাজের সময় অমুসলিমদের পাহারা দিতে দেখা যায়।

দেশটির বেশ কিছু স্থানীয় সংবাদমাধ্যমে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাছাড়া নামাজ চলাকালীন অমুসলিমদের বাইরে পাহারা দেওয়ার ছবি অল্প সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে কিরি বেলডন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘গত শনিবার নামাজ চলাকালীন সেখানকার এক মসজিদের সামনে তিনি একটি মানববন্ধন দেখতে পান। মানববন্ধনটি তৈরি করেছে অমুসলিমরা। মসজিদে যাতে মুসল্লিরা নিরাপদে নামাজ আদায় করতে পারে তাই এমন উদ্যোগ নেয়া হয়েছে।’

দিতিয়া ডেন্স নামে এক টুইটার ব্যবহারকারী সেই মানববন্ধনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেন, ‘নিউজিল্যান্ডে দুটি মসজিদে নামাজরত অবস্থায় অর্ধশত মুসল্লিকে হত্যার পর মুসলিমদের নিরাপত্তার কথা ভেবে এমন পাহারার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরো লিখেন, ‘নিউজিল্যান্ডে হামলার ঘটনার পর থেকে সেখানকার মসজিদে যখনই নামাজ শুরু হয় তখন মসজিদের বাইরে অমুসলিমরা লাইন ধরে দাঁড়িয়ে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন।’

তিনি ছবি পোস্ট করে তাতে লিখেন, ‘চলুন শান্তি আর ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দেই।’