যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলাই বাতিল করল জুভেন্টাস

প্রাক মৌসুমে ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলে থাকে বড় বড় দল গুলো। সাধানত সব দলই এই টুর্নামেন্টে তিনটি করে ম্যাচ খেলে। এক মৌসুমের শেষে এবং আরেক মৌসুম শুরুর আগে মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টেই যুক্তরাস্ট্রের মাটিতে কোন ম্যাচ খেলবেনা জুভেন্টাস বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

জুভেন্টাসের যুক্তরাস্ট্রে না খেলতে চাওয়ার কারণও আছে। কিছুদিন আগে সাবেক মডেল ক্যাথরিন মায়োরগা রোনালদোর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগে তিনি মামলাও করেন। সেই মামলার তদন্ত এখনো করছে লাস ভেগাসের পুলিশ। যদিও রোনালদো এই ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে।

সেজন্য যুক্তরাস্ট্রে গেলে রোনালদো গ্রেফতার হতে পারে বা গ্রেফতার হওয়ার ঝুঁকি আছে চিন্তা করে যুক্তরাস্ট্রের মাটিতে কোন ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে জুভেন্টাস। এই সময়ে তাদের ম্যাচটি হবে চিন এবং সিঙ্গাপুরে। সেখানে তাদের সাথে যোগ দিবে ম্যানইউ এবং টটেনহাম। খুব শীগ্রই তাদের সূচি প্রকাশ করা হবে।